The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina, ইংরেজি: Argentina national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
লিওনেল আন্দ্রেস “লিও” মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (শুনুন); জন্ম: (২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি ফরাসী পেশাদার লিগের শীর্ষস্তর লিগ ১ এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ই আগস্ট, ২০২১ তারিখে বার্সেলোনা ঘোষণা করে যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না। ক্লাবটি মেসির চলে যাওয়ার কারণ হিসাবে স্প্যানিশ লিগার নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক এবং কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছে। মেসি প্রায়শই বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে বিবেচিত।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফা বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
সবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকা
রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) গবেষণা অনুসারে (অধিকাংশ ক্ষেত্রে) শীর্ষ স্তরের ফুটবলে ২৯ জন খেলোয়াড় তাদের খেলোয়াড়ি জীবনে ৫০০ বা তার অধিক গোল করেছে। শুধুমাত্র যারা তাদের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সর্বোচ্চ স্তরের ফুটবলে সক্রিয় ছিল তাদের এই তালিকায় বিবেচনা করা হয়। নিচের ছকে সকল স্তরের জাতীয় দল এবং ক্লাবের আনুষ্ঠানিক খেলায় করা গোল বিবেচনা করা হয়েছে। এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগাল জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড়, ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,১০০টির বেশি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৮০০ এর অধিক গোল করেছেন।
মরক্কো (আরবি: المغرب; বার্বার: ⵍⵎⴰⵖⵔⵉⴱ; ফরাসি: Maroc) বা মরক্কো রাজ্য (আরবি: المملكة المغربية; আল-মামলাকাতুল মাগরিবিয়া ; বার্বার: ⵜⴰⴳⵍⴷⵉⵜ ⵏ ⵍⵎⴰⵖⵔⵉⴱ; ত্যাগেল্দিৎ ন্ ল্মেগ়্রিব্) উত্তর আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর নাম রাবাত। এটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরোক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। দেশটির দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত। মরোক্কো পশ্চিম সাহারার মালিকানা দাবী করে এবং দেশটি ১৯৭৫ সাল থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা নিজের দখলে রেখেছে।
ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল (ক্রোয়েশীয়: Hrvatska nogometna reprezentacija) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ক্রোয়েশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৪১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৪০ থেকে ১৯৪৪ সালের মধ্যবর্তী সময়কালে ফিফা স্বীকৃতপ্রাপ্ত দল হিসেবে ক্রোয়েশিয়ার বাভোনিয়া এবং ক্রোয়েশিয়ার স্বাধীন রাষ্ট্র উনিশটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছিল। কিন্তু ১৯৪৫ সালে ক্রোয়েশিয়া যুগোস্লাভিয়ার সাথে একীভূত হলে দলটি বিলুপ্ত হয়। ১৯৪৫ থেকে ১৯৯০ সালের মধ্যে ক্রোয়েশিয়া পৃথক দল হিসেবে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেনি। তখন ক্রোয়েশীয় খেলোয়াড়েরা যুগোস্লাভিয়া জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে অংশগ্রহণ করতো। ১৯৪১ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে, ক্রোয়েশিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; স্লোভাকিয়ার ব্রাতিস্লাভে অনুষ্ঠিত ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।
ক্রোয়েশিয়ায় ইসলাম দ্বিতীয় বৃহত্তম ও প্রচলিত ধর্ম। ২০১৭ সালের পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্যমতে ক্রোয়েশিয়ায় প্রায় ৬৪,০৫৭ জন মুসলিম বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ১.৪৭% গঠন করে। ১৫শ থেকে নিয়ে ১৬শ শতাব্দী পর্যন্ত চলা ক্রোয়েশীয়-উসমানীয় যুদ্ধের সময় উসমানীয় সাম্রাজ্যের মাধ্যমে ক্রোয়েশীয়রা প্রথম ইসলামের সাথে পরিচিত হয়। এই সময়ে ক্রোয়েশীয় রাজ্যের কিছু অংশ দখল করা হয় এবং এর ফলে অসংখ্য ক্রোয়েশীয় ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে ক্রোয়েশিয়া গোটা শতাব্দীতে উসমানীয় সাম্রাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এবং এর ফলে ইউরোপে উসমানীয়রা ক্রোয়েশিয়ার মাটিতে গেঁথে যায়। ১৫১৯ সালে ক্রোয়েশিয়াকে পোপ লিও এক্স আন্তেমুরালে ক্রিশ্চিয়ানাইটিস নামে অভিহিত করেন।
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
ব্রাজিল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Brasileira de Futebol, ইংরেজি: Brazil national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ব্রাজিল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। সেলেসাও নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ব্রাজিলের রিউ দি জানেইরুর আটলান্টিক মহাসাগর তীরবর্তী বরা দা তিজুকা এলাকায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিতে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের খেলোয়াড় কাজিমিরো। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২) বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। এছাড়া কোপা আমেরিকায়ও ব্রাজিল অন্যতম সফল দল, যেখানে তারা ৯টি (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ব্রাজিল ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপ (১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং ২০১৩) জয়লাভ করেছে; যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ। পেলে, কাফু, রোনালদো, রোনালদিনহো, কাকা এবং রবার্তো কার্লোসের মতো খেলোয়াড়গণ ব্রাজিলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি রয়েছে, যা হচ্ছে: ইংরেজি: The English invented it, the Brazilians perfected it.
গান বাংলা (GB) , হচ্ছে বাংলাদেশ ভিত্তিক একটি ২৪/৭ এইচডি গানের চ্যানেল, চ্যানেলটি প্রথম যাত্রা শুরু করে ১৬ ডিসেম্বর, ২০১৩-এ। গান বাংলা টিভি বাংলা গান সম্প্রচার এবং বাংঙ্গালি সংস্কৃতি তুলে ধরে এবং বিভিন্ন দেশ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপের কিছু অংশ এবং মধ্য প্রাচ্যে ও এটি সম্প্রচারিত হয়। এটি "ওয়ান মোর জিরো গ্রুপ" এর মালিকানাধীন।
বাংলাদেশ (শুনুন ) দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিবেচনায় ১৬ কোটির অধিক মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় ছেয়ে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাস
আর্জেন্টিনায় ফুটবল খেলা শুরু হয় ১৮৬৭ সালে, তবে আর্জেন্টিনার প্রথম জাতীয় ফুটবল দল গঠিত হয় ১৯০১ সালে। তারা উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় প্রথম মুখোমুখি হয় যা অনুষ্ঠিত হয় ১৯০১ সালের ১৬ মে; যেখানে আর্জেন্টিনা ৩–২ ব্যবধানে জয় লাভ করে। এটি ছিল আর্জেন্টিনার প্রথম রেকর্ডকৃত ম্যাচ। অন্যান্য শিরোপার মধ্যে, তারা দুইবার ফিফা বিশ্বকাপ জিতেছে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে এবং ১৪ বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে।
কিলিয়ান এমবাপে লোতাঁ (ফরাসি: Kylian Mbappé, ফরাসি উচ্চারণ: [kiljan (ə)mbape]; জন্ম: ২০ ডিসেম্বর ১৯৯৮; কিলিয়ান এমবাপে নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ ফিফা বিশ্বকাপ (রুশ: Чемпионат мира по футболу 2018; চিম্পিওনাত মির্য প্য ফুতবোলু দ্ভি তিসিচি ভ্যসিম নাৎস্যত) ছিল চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২১তম আসরের চূড়ান্ত পর্ব, যাতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা-র অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিযোগিতাটি রাশিয়ায় ১৪ই জুন হতে ১৫ই জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২রা ডিসেম্বর ২০১০ তারিখে অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে রাশিয়াকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়।
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র (পর্তুগিজ উচ্চারণ: [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tuj ˈʒũɲoʁ]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২), সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।
আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" বলা হয়।
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৪ এপ্রিল, ২০১৯ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে জার্মানি জাতীয় ফুটবল দল) শীর্ষস্থান দখল করে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়। র্যাঙ্কিংয়ের শীর্ষে ৮টি দল -প্রথম স্থানে রয়েছে ((জার্মানি জাতীয় ফুটবল দল))| দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|জার্মানি।আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, [, ইতালি, স্পেন এবং নেদারল্যান্ডস দখলে রেখেছে। তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে এ অবস্থানে ছিল।
শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০ – ১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।
সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল (পর্তুগিজ: República Federativa do Brasil, পর্তুগিজ উচ্চারণ: [he'publikɐ fedeɾa'tʃivɐ du bɾa'ziw] বা হেপুব্লিকা ফ়েদেরাচিভ়া দু ব্রাজ়িউ শুনুন ), যা প্রচলিতভাবে ব্রাজিল (পর্তুগিজ: Brasil, পর্তুগিজ উচ্চারণ: [bɾaˈziw] বা ব্রাজিউ) নামে পরিচিত, হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার (৫,২৯০,৮৯৯ বর্গমাইল) আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ১৯ কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ, এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী রাষ্ট্র।ব্রাজিলে পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। যার উপকূলীয়ভাগের দৈর্ঘ্য প্রায় ৭,৪৯১ কিমি (৪,৬৫৫ মা)। ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ও ফ্রান্সের সামুদ্রিক দেপার্ত্যমঁ ফরাসি গায়ানা। এছাড়াও এর উত্তর-পশ্চিমভাগে কলম্বিয়া; পশ্চিমে বলিভিয়া ও পেরু; দক্ষিণ-পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে, এবং সর্ব-দক্ষিণে দক্ষিণে উরুগুয়ে অবস্থিত। ব্রাজিলীয় সীমানায় আটলান্টিক মহাসাগরের বেশকিছু দ্বীপপুঞ্জ অবস্থিত, যার মধ্যে রয়েছে ফের্নান্দু জি নরোনিঁয়া, রোকাস অ্যাটল, সেন্ট পিটার ও সেন্ট পল রকস, এবং ত্রিনিদাজি এ মার্চিঁ ভাজ। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত-সংযোগ রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।ক[›] ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়।রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা। রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক। ভারতের ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজকল্যাণের উপায় হিসেবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষ কে শিক্ষিত করে তোলার পক্ষে মতপ্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শনচেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে; রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সংগীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বা ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো জিওআইএইচ কমএম (পর্তুগিজ: Cristiano Ronaldo dos Santos Aveiro, আ-ধ্ব-ব: [kɾɨʃtiˈɐnu ʁuˈnaɫdu]) (জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৮৫) একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন। প্রায়ই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন শু অর্জন করেছেন, যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি ৩২টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, তন্মধ্যে রয়েছে সাতটি লিগ শিরোপা, পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনালদোর চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১৩৪টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১২টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,১০০টির উপর পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৭৯০টির বেশি গোল করেছেন। তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়।
লুকা মদরিচ (ক্রোয়েশীয়: Luka Modrić, ক্রোয়েশীয় উচ্চারণ: [lûːka mǒːdritɕ]; জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৮৫) হলেন একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন; এছাড়াও তিনি বর্তমানে ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।১৯৯৬–৯৭ মৌসুমে, ক্রোয়েশীয় ফুটবল ক্লাব জাদারের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মদরিচ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে দিনামো জাগরেব যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৩–০৪ মৌসুমে, ক্রোয়েশীয় ক্লাব দিনামো জাগরেবের মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, তবে একই মৌসুমে তিনি ধারে জ্রিনিস্কি মোস্তারে যোগদান করেছেন। পরবর্তী মৌসুমে ইন্টার জাপ্রেশিচে হয়ে ১ মৌসুমের জন্য ধারে খেলে দিনামো জাগরেবে ফিরে আসেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; দিনামো জাগরেবের হয়ে তিনি ৯৪ ম্যাচে ২৬টি গোল করেছেন। অতঃপর ২০০৮–০৯ মৌসুমে তিনি টটেনহ্যাম হটস্পারের ইতিহাসে তৎকালীন সর্বাধিক স্থানান্তর ফি ১৬.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগদান করেছেন, যেখানে তিনি ৪ মৌসুমে সকল প্রতিযোগিতায় ১৫৯ ম্যাচে ১৭টি গোল করেছেন। ২০১২–১৩ মৌসুমে, তিনি প্রায় ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম হটস্পার হতে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2026 FIFA World Cup) চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে। কাতারে ১০ মে ২০১৭ তারিখে ফিফা সম্রম জন্য পূর্বে নির্ধারিত হোস্ট নিয়োগের সাথে ২০১৫ সালে শুরু করার দরুন দরপত্র প্রক্রিয়া শুরু হয়। ২০১৮ (রাশিয়ার) অনুষ্ঠিত হওয়ার কারণে ১০ জুন ২০১৫ তারিখে, ঘোষণা করা হয়েছিল যে দরপত্র প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, এবং ২০১৬ সালে দরপতনের প্রক্রিয়াটি পুনরায় শুরু করা হয়েছে, আগের প্রতিযোগিতায় দুর্নীতির অভিযোগগুলির মধ্যে, পাশাপাশি ২০২২ সালে (কাতার) ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার ৩২ টি দলের কাছ থেকে অনুমোদনের পর টুর্নামেন্টটিতে ৪৮ টি দল অংশগ্রহণ করবে।
ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন (ক্রোয়েশীয়: Hrvatski nogometni savez, ইংরেজি: Croatian Football Federation; এছাড়াও সংক্ষেপে এইচএনএস এবং সিএফএফ নামে পরিচিত) হচ্ছে ক্রোয়েশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১২ সালের ১৩ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৮১ বছর পর ১৯৯৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অবস্থিত। ২০০৯ পর্যন্ত, এইচএনএসের ১,১৮,৩১৬ নিবন্ধিত খেলোয়াড় (যার মধ্যে ৬৫০ পেশাদার) এবং মোট ১,৭৩২ নিবন্ধিত সমিতি ফুটবল এবং ফুটসাল ক্লাব রয়েছে।এই সংস্থাটি ক্রোয়েশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ, ক্রোয়েশীয় দ্বিতীয় ফুটবল লীগ এবং ক্রোয়েশীয় ফুটবল কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন দাভোর শুকার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মারিয়ান কুস্তিচ।
১৯৯৮ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1998 FIFA World Cup) হচ্ছে ফিফা বিশ্বকাপের ষোড়শতম আসর। ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্বের প্রধান ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ১০ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত। বিশ্বকাপের এই আসরটির আয়োজক দেশ হচ্ছে ফ্রান্স। ১৯৯৬ সালের মার্চ মাস থেকে এই বিশ্বকাপের জন্য যোগ্য ৩২টি দল নির্বাচনের লক্ষ্যে ফিফার বাছাইপর্ব শুরু হয় যা ১৯৯৭ সালের নভেম্বর মাসে শেষ হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মত অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪টি থেকে বাড়িয়ে ৩২ দলে পরিণত করা হয়। এই বিশ্বকাপে মোট ১০টি স্টেডিয়ামে ৬৪টি খেলা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত। স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি। মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর সহায়তায় রায়েরবাজারে স্মরণ তৈরির প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল, যারা ১৯৯১ সালে এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার হত্যাকান্ড সংঘটিত হওয়ার স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।
ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়, যার প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। একবিংশ শতকে এসে ফুটবল খেলা দুই শতাধিক দেশের ২৫০ মিলিয়নেরও অধিক খেলোয়াড় খেলে থাকেন। এর ফলে ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ভারত (শুনুন ) দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম ভারত প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস-প্রসিদ্ধ বাণিজ্যপথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ—বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে জরথুষ্ট্রীয় ধর্ম (পারসি ধর্ম), ইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম ও ইসলাম ধর্ম এ দেশে প্রবেশ করে, ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়ে ওঠে। অতঃপর, এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
ফিফা (ফরাসি: FIFA বা Fédération Internationale de Football Association — উচ্চারণ: ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ), অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (উচ্চারণ: [ʃad̪ʱinot̪a d͡ʒud̪d̪ʱo]; শাধিনতা জুদ্ধো) বা মুক্তিযুদ্ধ (উচ্চারণ: [mukt̪iɟud̪d̪ʱo]; মুক্তিজুদ্ধো) হলো ১৯৭১ খ্রিষ্টাব্দে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংঘটিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম। পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ও স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এবং বাঙালি গণহত্যার প্রেক্ষিতে এই জনযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের ফলে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পশ্চিম পাকিস্তান-কেন্দ্রিক সামরিক জান্তা সরকার ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫শে মার্চ রাতে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট পরিচালনা করে এবং নিয়মতান্ত্রিক গণহত্যা শুরু করে। এর মাধ্যমে জাতীয়তাবাদী সাধারণ বাঙালি নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ ও ইপিআর কর্মকর্তাদের হত্যা করা হয়। সামরিক জান্তা সরকার ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনের ফলাফলকে অস্বীকার করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনের পর অচলাবস্থার প্রেক্ষিতে গণবিদ্রোহ দমনে পূর্ব পাকিস্তানব্যাপী শহর ও গ্রামাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান ও বিমানযুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তান সেনাবাহিনী অধিকাংশ ইসলামি দলগুলোর সমর্থন লাভ করে। সেনাবাহিনীর অভিযানে সহায়তার জন্য তারা ইসলামি মৌলবাদীদের নিয়ে আধা-সামরিক বাহিনী— রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী গঠন করে। পূর্ব পাকিস্তানের উর্দু-ভাষী বিহারিরাও সেনাবাহিনীকে সমর্থন করে। পাকিস্তানি সৈন্য ও তাদের সহায়তাকারী আধা-সামরিক বাহিনী কর্তৃক গণহত্যা, উচ্ছেদ ও ধর্ষণের ঘটনা ঘটে। রাজধানী ঢাকায় অপারেশন সার্চলাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যাসহ একাধিক গণহত্যা সংঘটিত হয়। প্রায় এক কোটি বাঙালি শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় এবং আরও তিন কোটি মানুষ দেশের অভ্যন্তরে উদ্বাস্তু হয়। বাঙালি ও উর্দুভাষী জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানি বাহিনীর নৃশংসতাকে বুদ্ধিজীবীরা গণহত্যা হিসেবে আখ্যায়িত করে থাকেন। বাঙালি সামরিক, আধা-সামরিক ও বেসামরিক নাগরিকদের সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনী চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইস্ট পাকিস্তান রাইফেলস প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেনারেল এম. এ. জি.
কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূ-পৃষ্ঠস্থ কোন জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। বেশির ভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। ১৯শ শতকের শেষভাগ থেকে আল-থানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৯৭১ সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্তও এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ঐ সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি।
এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (ব্রাজিলীয় পর্তুগিজ: [ˈɛtsõ (w)ɐˈɾɐ̃tʃiz du nɐsiˈmẽtu]; জন্ম ২৩ অক্টোবর ১৯৪০), সাধারণত পেলে (পর্তুগিজ উচ্চারণ: [peˈlɛ]) নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।
ফ্রান্স জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe de France de football, ইংরেজি: France national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফ্রান্সের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফরাসি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৪ সালের ১লা মে তারিখে, ফ্রান্স প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলজিয়াম ব্রাসেল্সে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফ্রান্স বেলজিয়ামের কাছে ৩–৩ গোলে ড্র করেছিল। ফ্রান্স হচ্ছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
১৯৩০ ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। জুলাই ১৩ থেকে জুলাই ৩০ পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। ফিফা ১৯২৯ সালের বার্সেলোনা সেমিনারে উরুগুয়েকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় কেননা সেবছর উরুগুয়ের স্বাধীনতার শতবর্ষে পা দিয়েছিল এবং উরুগুয়ে ফুটবল দল সফল ভাবে ১৯২৮ গ্রীষ্ম অলিম্পিকে ফুটবল শিরোপা জিতেছিল।
মরক্কো জাতীয় ফুটবল দল ফরাসি: Équipe du Maroc de football, স্পেনীয়: Selección de fútbol de Marruecos, আরবি: منتخب المغرب لكرة القدم, তামাজিঘত: ⵜⴰⵔⴰⴱⴱⵓⵓⵜ ⴰⵏⴰⵎⵓⵔ ⵏ ⵍⵎⵖⵔⵉⴱ, ইংরেজি: Morocco national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মরক্কো প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মরক্কো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৭ সালের ১৯শে অক্টোবর তারিখে, মরক্কো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত মরক্কো এবং ইরাকের মধ্যকার উক্ত ম্যাচটি ৩–৩ গোলের ড্র হয়েছে। মরক্কো হচ্ছে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে নাইজেরিয়াকে ৪–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
কোপা আমেরিকা (স্পেনীয়: Copa América, বাংলা: আমেরিকা কাপ) অথবা কনমেবল কোপা আমেরিকা (বাংলা: কনমেবল আমেরিকা কাপ) (এছাড়াও স্পেনীয় ভাষায় কাম্পেওনাতো সুদামেরিকানো দে ফুতবল (স্পেনীয়: Campeonato Sudamericano de Fútbol) এবং পর্তুগিজ ভাষায় কোপা সুল-আমেরিকানা দে ফুতেবল (পর্তুগিজ: Copa Sul-Americana de Futebol) নামে পরিচিত) হচ্ছে একটি ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশনের (কনমেবল) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় বিজয়ী দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই প্রতিযোগিতাটি ১৯১৬ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। এটি মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, অতঃপর ১৯৭৫ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে। এটি বর্তমানে চলমান প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা। ১৯৯০-এর দশকের পর থেকে উত্তর আমেরিকা এবং এশিয়ার দলগুলোকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
সকার মানে যে ফুটবল তা তো সবাই জানে, কিন্তু এই মজার তথ্যটি কি কেউ জানে যে শব্দটি অক্সফোর্ড এর অপবাদ থেকে এসেছে! ১৮৭৫ সাল থেকে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই শব্দটি প্রচলিত ছিল এবং এটি রাগবি স্কুলের অপবাদ থেকে ধার করা হয়েছে বলে মনে করা হয়। এই অপবাদটি রাগবি ফুটবলের জন্য রাগার, পাঁচ-পাউন্ড এবং দশ-পাউন্ড নোটের জন্য ফাইভার এবং টেনারের এবং অ্যাসোসিয়েশন ফুটবলের জন্য ফুটার নামের জন্ম দিয়েছে। সকার শব্দটি প্রথম ১৮৮৯ সালে সোকা গেইমের আগে রেকর্ড করা হয়েছিল। ইংরেজি-ভাষী বিশ্বের মধ্যে ফুটবলকে (গ্রেট ব্রিটেনে এবং আয়ারল্যান্ডের উত্তরে আলস্টারের বেশিরভাগ অংশে এবং প্রায় সারা বিশ্বে) "ফুটবল" বলা হয়, ফুটবলের অন্যান্য সংস্করণ যেখানে প্রচলিত আছে সেখানে এটিকে "সকার" বলে ডাকএ হয়, যেমন যেমন অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম হল নিউজিল্যান্ড, যেখানে ২১ শতকের প্রথম দুই দশকে আন্তর্জাতিক টেলিভিশনের প্রভাবে রাগবি ইউনিয়ন এবং রাগবি লিগ নামে ফুটবলের অন্যান্য কোডের আধিপত্য থাকা সত্ত্বেও "ফুটবল" শব্দটি প্রাধান্য পাচ্ছে। দেশে দেশে ফুটবল চীনে ফুটবলের মতো একাধিক খেলা প্রাচীনকাল থেকেই চালু ছিলো। এর একটা হচ্ছে কুজু / কিকিং বল। কিকিং বলের গেমগুলি একাধিক সংস্কৃতিতে খেলা হয়। চীনা প্রতিযোগিতামূলক খেলা কুজু (蹴鞠, আক্ষরিক অর্থে "কিক বল") আধুনিক অ্যাসোসিয়েশন ফুটবলের মতো। কুজু খেলোয়াড়রা হাত ছাড়া শরীরের যে কোনো অংশ ব্যবহার করতে পারত এবং উদ্দেশ্য ছিল একটি জালে বল লাথি মেরে ঢুকানো। হান রাজবংশের সময় (২০৬ BCE -২২০ CE), কুজু গেমগুলি প্রমিত করা হয়েছিল এবং নিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। ফাইনিন্দা এবং এপিস্কিরোস ছিল গ্রীক বল খেলা। এথেন্সের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে একটি ফুলদানিতে চিত্রিত এপিস্কাইরোস খেলোয়াড়ের একটি চিত্র উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিতে প্রদর্শিত হয়েছে। Athenaeus, (২২৮ CE) রোমান বল খেলা হারপাস্টামের কথা উল্লেখ করেছেন। হাত দিয়ে ফাইনিন্দা, এপিস্কিরোস এবং হারপাস্টাম বাজানো হত। এগুলো সবগুলোই আধুনিক ফুটবল হিসাবে স্বীকৃত যা রাগবি, কুস্তি এবং ভলিবলের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ বলে মনে হয়। অন্যান্য খেলার মধ্যে রয়েছে জাপানের কেমারি এবং কোরিয়ার চুক-গুক। উত্তর আমেরিকায় পাসুকুয়াকোহোওগ ছিল অ্যালগনকুইয়ানদের দ্বারা খেলা একটি বল খেলা; এটিকে বর্ণনা করা হয়েছে ‘ইউরোপে একই সময়ে যে ধরনের ফুটবল খেলা হচ্ছে সে রকম।’ ফুটবলের নিজস্ব কোনো ধ্রুপদী ইতিহাস নেই। বিশ্বজুড়ে খেলা অন্যান্য বল খেলার সাথে মিল থাকা সত্ত্বেও ফিফা বলেছে যে ইউরোপের বাইরে প্রাচীনকালে খেলা কোনো খেলার সাথে ঐতিহাসিক সংযোগ নেই বর্তমান ফুটবলের। ফুটবলের আধুনিক নিয়মগুলি ১৯ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের পাবলিক স্কুলে খেলা বিভিন্ন ধরনের খেলার মানসম্মত করার প্রচেষ্টার উপর ভিত্তি করে তৈরী। ইংল্যান্ডে ফুটবলের ইতিহাস অন্তত অষ্টম শতাব্দী থেকে শুরু হয়। ১৮৫৬ সালের "বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের আইন" (কেমব্রিজ নিয়ম) ১৮৪৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা কেমব্রিজ নিয়মগুলি ফুটবলসহ অন্যান্য খেলাগুলোর বিকাশে কাজ করে। কেমব্রিজের নিয়মগুলি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ইটন, হ্যারো, রাগবি, উইনচেস্টার এবং শ্রুসবারি স্কুলের প্রতিনিধিদের দ্বারা উপস্থিত একটি সভায় লেখা হয়েছিল। তবে সর্বজনীনভাবে এই আইন গৃহীত হয়নি। ১৮৫০-এর দশকে বিভিন্ন ধরনের ফুটবল খেলার জন্য ইংরেজি-ভাষী বিশ্ব জুড়ে স্কুল বা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগহীন অনেক ক্লাব গঠিত হয়েছিল। কেউ কেউ তাদের নিজস্ব স্বতন্ত্র নিয়মাবলী নিয়ে এসেছিল, বিশেষ করে শেফিল্ড ফুটবল ক্লাব, যা ১৮৫৭ সালে প্রাক্তন পাবলিক স্কুলের ছাত্রদের দ্বারা গঠিত হয়েছিল, যার ফলে ১৮৬৭ সালে শেফিল্ড এফএ গঠন করা হয়েছিল। ১৮৬২ সালে আপিংহাম স্কুলের জন চার্লস থ্রিং নিয়মের একটি প্রভাবশালী সেট তৈরি করেন। এই চলমান প্রচেষ্টাগুলি ১৮৬৩ সালে ফুটবল অ্যাসোসিয়েশন (দ্য এফএ) গঠনে অবদান রাখে, যা ২৬ অক্টোবর ১৮৬৩ সালে লন্ডনের গ্রেট কুইন স্ট্রিটের ফ্রিম্যাসনস ট্যাভার্নে অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে। এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করা একমাত্র স্কুল ছিল চার্টারহাউস। ফ্রিম্যাসনস ট্যাভার্ন অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরও পাঁচটি মিটিং করে, অবশেষে নিয়মের প্রথম বড় সেট তৈরি করে। Ebenezer Cobb Morley এর দায়িত্বে থাকা এগারোটি ক্লাব খেলার মূল তেরোটি আইন অনুমোদন করে। এই নিয়মগুলির মধ্যে "চিহ্ন" দ্বারা বল পরিচালনা করা এবং ক্রসবার অন্তর্ভুক্ত ছিল, যে নিয়মগুলি অস্ট্রেলিয়ায় সেই সময়ে তৈরি হওয়া ভিক্টোরিয়ান নিয়মের ফুটবলের সাদৃশ্যপূর্ণ ছিল। শেফিল্ড এফএ ১৮৭০ সাল পর্যন্ত তার নিজস্ব নিয়মে খেলেছিল এবং এফএ তার কিছু নিয়ম শোষণ করেছিল যতক্ষণ না গেমগুলির মধ্যে সামান্য পার্থক্য ছিল। বিশ্বের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হল এফএ কাপ, যেটি ফুটবলার এবং ক্রিকেটার চার্লস ডব্লিউ অ্যালকক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৮৭২ সাল থেকে ইংলিশ দলগুলি দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচটিও ১৮৭২ সালে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এছাড়াও ইংল্যান্ড বিশ্বের প্রথম ফুটবল লিগের আবাসস্থল, যা ১৮৮৮ সালে বার্মিংহামে অ্যাস্টন ভিলার পরিচালক উইলিয়াম ম্যাকগ্রেগর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মূল বিন্যাসে মিডল্যান্ডস এবং উত্তর ইংল্যান্ডের ১২ টি ক্লাব ছিলো। মহিলা ফুটবল ফুটবলের একটি প্রাচীন সংস্করণ (সু চু) হান রাজবংশের (২৫-২২০ CE) সময়েও মহিলারা খেলেছিলেন বলে ইতিহাসে আছে। হান রাজবংশের ফ্রেস্কোতে দুটি মহিলা চিত্রিত যা তখনকার মহিলাদের খেলা সম্পর্কে নিশ্চয়তা দেয়। তবে তারিখের যথার্থতা সম্পর্কে অনেক মতামত রয়েছে। ব্রিটিশ লেডিসের "নর্থ" দল প্রথম মহিলা ফুটবল দল, ১৮৯৫ সালের মার্চ মাসে চিত্রিত একটি ছবি আছে। ১৭৯০-এর দশকে স্কটল্যান্ডের মধ্য-লোথিয়ানে মহিলাদের একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতার কথাও জানা যায়। ১৮৬৩ সালে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলি পিচে সহিংসতা নিষিদ্ধ করে যা মহিলাদের খেলার জন্য এটিকে আরও সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা রেকর্ড করা প্রথম ম্যাচটি ১৮৯২ সালে গ্লাসগোতে হয়েছিল। ইংল্যান্ডে, মহিলাদের মধ্যে ফুটবলের প্রথম রেকর্ড করা খেলা ১৮৯৫ সালে সংঘটিত হয়েছিল। নথিভুক্ত প্রাথমিক ইউরোপীয় দলটি ১৮৯৪ সালে ইংল্যান্ডে সক্রিয় নেটি হানিবল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ব্রিটিশ লেডিস ফুটবল ক্লাব নামে পরিচিত ছিল। নেটি হানিবলকে উদ্ধৃত করা হয়েছে, "আমি গত বছরের শেষের দিকে সমিতিটি প্রতিষ্ঠা করেছি, বিশ্বকে প্রমাণ করার দৃঢ় সংকল্পের সাথে যে নারীরা পুরুষদের চিত্রিত 'অলংকারিক এবং অকেজো' প্রাণী নয়। আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, সবার প্রতি আমার বিশ্বাস যেখানে লিঙ্গ এত ব্যাপকভাবে বিভক্ত এবং আমি সেই সময়ের অপেক্ষায় রয়েছি যখন মহিলারা সংসদে বসতে পারে এবং বিষয়গুলির দিকনির্দেশনায় একটি কণ্ঠস্বর থাকতে পারে, বিশেষ করে যেগুলি তাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে।" হানিবল এবং তার মতো ব্যক্তিরা মহিলাদের ফুটবলের পথ তৈরি করেছিল। যাইহোক, মহিলাদের খেলাটি ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনগুলির দ্বারা ভ্রুকুটি করা হয়েছিল এবং তাদের সমর্থন ছাড়াই চলতে থাকে। তাদের কাছে মনে হয়েছে যে এটি গেমের 'পুরুষত্ব'-এর জন্য একটি অনুভূত হুমকি । প্রথম বিশ্বযুদ্ধের সময় মহিলাদের ফুটবল ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, যখন ভারী শিল্পে কর্মসংস্থান খেলাটির বৃদ্ধিকে উত্সাহিত করে, যেমনটি ৫০ বছর আগে পুরুষদের ক্ষেত্রে হয়েছিল। সেই যুগের সবচেয়ে সফল দল ছিল ডিক, কের লেডিস এফ.সি. প্রেস্টন, ইংল্যান্ডের। দলটি এপ্রিলে প্যারিস, ফ্রান্সের একটি দলের বিরুদ্ধে ১৯২০ সালে প্রথম মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং ১৯২০ সালে স্কটিশ লেডিস ইলেভেনের বিরুদ্ধে ইংল্যান্ড দল তৈরি করে এবং ২২-০ গোলে জয়লাভ করে। কিছু পুরুষ ফুটবল ইভেন্টের চেয়ে বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও (একটি ম্যাচ ৫৩ হাজার জন মানুষ দেখেছিল) ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন মহিলাদের পিচে খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে। কেউ কেউ অনুমান করেছিলেন যে এটি মহিলাদের ম্যাচগুলিকে আকৃষ্ট করে এমন বিশাল জনতার প্রতি ঈর্ষার কারণেও হতে পারে। এটি ইংলিশ লেডিস ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের দিকে পরিচালিত করে এবং খেলাটি রাগবি গ্রাউন্ডে স্থানান্তরিত হয়। ১৯ শতকের শেষের দিকে প্রথম নথিভুক্ত হওয়ার আগে থেকে মহিলারা খেলে আসছে। ১৯৬০-এর দশকের শেষের দিকে এবং ১৯৭০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাজ্যে মহিলাদের অ্যাসোসিয়েশন ফুটবল সংগঠিত হয়, যা অবশেষে ব্রিটিশ মহিলাদের জন্য দলগত খেলায় পরিণত হয়। নারী ফুটবলের বৃদ্ধির ফলে দেখা গেছে যে জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই পুরুষ প্রতিযোগিতার প্রতিফলন ঘটিয়ে বড় ধরনের প্রতিযোগিতা শুরু হচ্ছে। নারী ফুটবল অনেক সংগ্রামের সম্মুখীন হয়েছে। ১৯২০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাজ্যে একটি "স্বর্ণযুগ" ছিল যখন কিছু ম্যাচে দর্শক ৫০ হাজার ছুঁয়েছিলেন, এই গণজোয়ার ৫ ডিসেম্বর ১৯২১ এ বন্ধ হয়ে যায় যখন ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তার সদস্য ক্লাবগুলির দ্বারা ব্যবহৃত মাঠে মহিলাদের খেলা নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়। FA এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ডিসেম্বর ১৯৬৯ সালে, উয়েফা ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালে মহিলাদের ফুটবলকে স্বীকৃতি দেয়। ফিফা মহিলা বিশ্বকাপ ১৯৯১ সালে উদ্বোধন করা হয়েছিল এবং তারপর থেকে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে, ১৯৯৬ সাল থেকে অলিম্পিক ইভেন্ট এ মহিলা ফুটবল সংযুক্ত হয়। নিয়মকানুন ফুটবল কোনো কোনো দেশে সকার নামেও পরিচিত, ২০০রও বেশি দেশে এই খেলা চলে। অন্তত ২৫০ মিলিয়ন মানুষ এই খেলার সাথে সংযুক্ত যা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করেছে। সাধারণত ৯০মিনিট ধরে এই খেলা চলে। ফুটবলের বলটির পরিধি 68-70 সেমি (27-28 ইঞ্চি) হতে হয় আন্তর্জাতিকভাবে। পেনাল্টি এলাকার মধ্যে গোলরক্ষক ব্যতীত খেলোয়াড়দের খেলার সময় হাত বা বাহু দিয়ে বল স্পর্শ করার অনুমতি নেই। খেলোয়াড়রা তাদের শরীরের অন্য কোনো অংশ ব্যবহার করতে পারে। বলটি পাস করতে মাথা, পা ও বুক ব্যবহার করা যায়। খেলা শেষে যে দল বেশি গোল করেছে তারাই বিজয়ী হয়; যদি উভয় দল সমান সংখ্যক গোল করে, তবে ড্র ঘোষণা করা হয় বা খেলা অতিরিক্ত সময়ে বা পেনাল্টি শুটআউটে চলে যায়। প্রতিটি দলের অধিনায়ক শুধুমাত্র একটি অফিসিয়াল দায়িত্ব পায়-কিক-অফ বা পেনাল্টি কিকের আগে কয়েন টসে তাদের দলের প্রতিনিধিত্ব করা। ফুটবল আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত হয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা) দ্বারা। প্রতি চার বছর পর পর পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের আয়োজন হয়। পুরুষদের ফিফা বিশ্বকাপ ১৯৩০ সাল থেকে, প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ হয়। একইভাবে, ১৯৯১ সাল থেকে প্রতি চার বছর পর পর ফিফা নারী বিশ্বকাপ খেলা হয়ে থাকে, যদিও ফুটবলের শুরু থেকেই নারীরা খেলে আসছে কিন্তু তাদের বিশ্বকাপ বলতে কিছু ছিলো না। শুরুতে দর্শক কম থাকলেও ফ্রান্সে ২০১৯ ফিফা মহিলা বিশ্বকাপ রেকর্ড ১.১২ বিলিয়ন দর্শক দেখেছেন। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা হল UEFA চ্যাম্পিয়ন্স লীগ এবং UEFA মহিলা চ্যাম্পিয়ন্স লিগ। পুরুষদের টুর্নামেন্টের ফাইনাল সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সবচেয়ে বেশি দেখা বার্ষিক ক্রীড়া ইভেন্ট হয়েছে। শীর্ষ পাঁচটি ইউরোপীয় পুরুষ লিগ হল ১-প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড), ২-লা লিগা (স্পেন), ৩- বুন্দেসলিগা (জার্মানি), ৪- সেরি এ (ইতালি), এবং ৫-লীগ ওয়ান (ফ্রান্স)। অনেক টাকার লেনদেন হয় বলে এই লীগগুলোর প্রতি সারাবিশ্বের খেলোয়াড়দের নজর থাকে। প্রতিটি লিগের মোট মজুরি £600 মিলিয়ন/€763 মিলিয়ন/US$1.185 বিলিয়নের বেশি। ৬৮-৭০ সেমি (২৭-২৮ ইঞ্চি) পরিধির একটি ফুটবল ব্যবহার করে খেলা হয়, যা ফুটবল (বা সকার বল) নামে পরিচিত। এগারোজন খেলোয়াড়ের দুটি দল একে অপরের গোলে (পোস্টের মধ্যে এবং বারের নিচে) বল নিয়ে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, যার ফলে একটি গোল হয়। খেলা শেষে যে দল বেশি গোল করেছে তারাই বিজয়ী হয়; উভয় দল সমান সংখ্যক গোল করলে খেলাটি ড্র হয়। প্রতিটি দলের নেতৃত্বে একজন অধিনায়ক থাকে যার শুধুমাত্র একটি অফিসিয়াল দায়িত্ব থাকে খেলার আইন অনুসারে: কিক-অফ বা পেনাল্টি কিকের আগে কয়েন টসে তাদের দলের প্রতিনিধিত্ব করা। প্রাথমিক আইন হল যে গোলরক্ষক ব্যতীত অন্য খেলোয়াড়রা খেলার সময় ইচ্ছাকৃতভাবে তাদের হাত বা বাহু দিয়ে বল পরিচালনা করতে পারে না, যদিও থ্রো-ইন রিস্টার্টের সময় তাদের অবশ্যই তাদের উভয় হাত ব্যবহার করতে হবে। খেলোয়াড়রা সাধারণত তাদের পা ব্যবহার করে বলকে চারপাশে সরানোর জন্য তারা তাদের হাত বা বাহু ব্যতীত তাদের শরীরের যে কোন অংশ ব্যবহার করতে পারে । স্বাভাবিক খেলার মধ্যে সমস্ত খেলোয়াড় যে কোন দিকে বল খেলতে এবং পুরো পিচ জুড়ে চলাফেরা করতে পারে, যদিও খেলোয়াড়রা অফসাইড অবস্থানে থাকা সতীর্থদের কাছে যেতে পারে না। গেমপ্লে চলাকালীন, খেলোয়াড়রা বলের স্বতন্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে গোল করার সুযোগ তৈরি করার চেষ্টা করে, যেমন ড্রিবলিং করে, সতীর্থের কাছে বল পাস করে এবং গোলে শট নেওয়ার মাধ্যমে, যা প্রতিপক্ষ গোলরক্ষক দ্বারা বাঁধাগ্রস্ত হতে থাকে। বিরোধী খেলোয়াড়রা একটি পাস বাধা দিয়ে বা বলের দখলে থাকা প্রতিপক্ষকে ট্যাকল করার মাধ্যমে বলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারে; যাইহোক, বিরোধীদের মধ্যে শারীরিক যোগাযোগ সীমাবদ্ধ। ফুটবল সাধারণত একটি মুক্ত খেলা, যেখানে বল খেলার মাঠ ছেড়ে চলে গেলে বা নিয়ম লঙ্ঘনের জন্য রেফারি খেলা বন্ধ করলেই খেলা বন্ধ হয়ে যায়। একটি পেশাদার স্তরে, বেশিরভাগ ম্যাচে শুধুমাত্র কয়েকটি গোল হয়। উদাহরণস্বরূপ, ইংলিশ প্রিমিয়ার লিগের ২০০৫-০৬ মৌসুমে প্রতি ম্যাচে গড়ে ২.৪৮টি গোল হয়েছে। খেলার আইন গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের অবস্থান নির্দিষ্ট করে না। এর মধ্যে তিনটি প্রধান বিভাগ রয়েছে: স্ট্রাইকার বা ফরোয়ার্ড, যাদের প্রধান কাজ গোল করা; ডিফেন্ডার, যারা তাদের প্রতিপক্ষকে গোল করা থেকে বিরত রাখতে পারদর্শী; এবং মিডফিল্ডার যারা প্রতিপক্ষকে অপসারণ করে এবং তাদের দলের ফরোয়ার্ডদের কাছে বল পাস করার জন্য নিজের দখলে রাখে। এই পজিশনে থাকা খেলোয়াড়দেরকে আউটফিল্ড প্লেয়ার বলা হয়, যাতে তাদের গোলরক্ষক থেকে আলাদা করা যায়। উদাহরণস্বরূপ কেন্দ্রীয় ডিফেন্ডার এবং বাম এবং ডান মিডফিল্ডার আছে। দশ আউটফিল্ড খেলোয়াড় যে কোনো সমন্বয়ে সাজানো হতে পারে। প্রতিটি পজিশনে খেলোয়াড়ের সংখ্যা দলের খেলার ধরন নির্ধারণ করে; আরও বেশি ফরোয়ার্ড এবং কম ডিফেন্ডার একটি আরও আক্রমণাত্মক এবং আক্রমণাত্মক-মনোভাবের খেলা তৈরি করে, যখন বিপরীতটি একটি ধীর, আরও রক্ষণাত্মক খেলার শৈলী তৈরি করে। যদিও খেলোয়াড়রা সাধারণত একটি নির্দিষ্ট অবস্থানে খেলার বেশিরভাগ সময় ব্যয় করে, খেলোয়াড়ের চলাচলের উপর কিছু বিধিনিষেধ রয়েছে এবং খেলোয়াড়রা যেকোনো সময় অবস্থান পরিবর্তন করতে পারে। একটি দলের খেলোয়াড়দের বিন্যাস একটি গঠন হিসাবে পরিচিত। দলের গঠন এবং কৌশল নির্ধারণ করা সাধারণত দলের ম্যানেজার করে থাকে। গেমের অফিসিয়াল আইনে ১৭টি আইন রয়েছে। একই আইনগুলি ফুটবলের সমস্ত স্তরে প্রযোজ্য করার জন্য ডিজাইন করা হয়েছে, যদিও জুনিয়র, সিনিয়র, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মতো গ্রুপগুলির জন্য কিছু পরিবর্তন অনুমোদিত। আইনগুলি প্রায়শই বিস্তৃত পদে প্রণীত হয়, যা নমনীয়তার অনুমতি দেয়। একটি ফুটবল ম্যাচে রেফারি দায়িত্ব পালন করেন। প্রতিটি দলে সর্বোচ্চ এগারো জন খেলোয়াড় থাকে (বিকল্প খেলোয়াড় ব্যতীত), যাদের একজনকে অবশ্যই গোলরক্ষক হতে হবে, সাধারণত সাতজন হলেই খেলা সম্ভব। গোলরক্ষকই একমাত্র খেলোয়াড় যারা তাদের হাত বা বাহু দিয়ে বল খেলার অনুমতি দেয়, তবে তারা তাদের নিজস্ব গোলের সামনে পেনাল্টি এলাকায় তা করে। যদিও বিভিন্ন পজিশন আছে যেখানে আউটফিল্ড (নন-গোলরক্ষক) খেলোয়াড়দের কৌশলগতভাবে একজন কোচ দ্বারা স্থাপন করা হয়, এই অবস্থানগুলি আইন দ্বারা সংজ্ঞায়িত বা প্রয়োজনীয় নয়। প্রাথমিক সরঞ্জাম বা কিট প্লেয়ারদের পরতে হবে একটি শার্ট, শর্টস, মোজা, পাদুকা এবং পর্যাপ্ত শিন গার্ড। একটি অ্যাথলেটিক সমর্থক এবং প্রতিরক্ষামূলক ক্যাপ। হেডগিয়ার মৌলিক সরঞ্জামের একটি প্রয়োজনীয় অংশ নয়, তবে খেলোয়াড়রা মাথার আঘাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এটি পরতে পছন্দ করতে পারে। খেলোয়াড়দের নিজেদের বা অন্য খেলোয়াড়ের জন্য বিপজ্জনক, যেমন গয়না বা ঘড়ি পরা বা ব্যবহার করা নিষিদ্ধ। গোলরক্ষককে অবশ্যই এমন পোশাক পরতে হবে যা অন্য খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তাদের পরিধান থেকে সহজেই আলাদা করা যায়। খেলা চলাকালীন অনেক খেলোয়াড়কে বিকল্প দ্বারা প্রতিস্থাপিত করা হতে পারে। বেশিরভাগ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক এবং ঘরোয়া লিগ গেমগুলিতে সর্বাধিক সংখ্যক প্রতিস্থাপনের অনুমতি দেওয়া হয়। বদলির সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে আঘাত, ক্লান্তি, অকার্যকরতা, একটি কৌশলগত পরিবর্তন, বা সূক্ষ্মভাবে সাজানো খেলার শেষে সময় নষ্ট করা। স্ট্যান্ডার্ড প্রাপ্তবয়স্কদের ম্যাচে, একজন খেলোয়াড় যে বদলি হয়েছে সে ম্যাচে আর অংশ নিতে পারবে না। FAB সুপারিশ করে যে "যেকোনও দলে সাতজনের কম খেলোয়াড় থাকলে একটি ম্যাচ চালিয়ে যাওয়া উচিত নয়"। পরিত্যক্ত খেলার জন্য দেওয়া পয়েন্ট সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত পৃথক ফুটবল অ্যাসোসিয়েশনের উপর ছেড়ে দেওয়া হয়। রেফারি একটি খেলা একজন রেফারি দ্বারা পরিচালিত হয়, যার "যে ম্যাচের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে সেই ম্যাচের সাথে খেলার আইন প্রয়োগ করার সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে" (আইন 5), এবং যার সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারিকে সহায়তা করেন দুই সহকারী রেফারি। অনেক উচ্চ-স্তরের খেলায় একজন চতুর্থ কর্মকর্তাও থাকেন যিনি রেফারিকে সহায়তা করেন এবং প্রয়োজন দেখা দিলে অন্য কর্মকর্তাকে প্রতিস্থাপন করতে পারেন। গোটা বল গোল-লাইন অতিক্রম করেছে কিনা তা পরিমাপ করতে গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হয় যার ফলে একটি গোল হয়েছে কিনা তা নির্ধারণ করা হয়; বিতর্ক এড়াতে এটি আনা হয়েছিল। উচ্চ-স্তরের ম্যাচে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ক্রমবর্ধমানভাবে চালু করা হয়েছে যাতে স্পষ্ট এবং স্পষ্ট ভুলগুলি সংশোধন করতে ভিডিও রিপ্লের মাধ্যমে কর্মকর্তাদের সহায়তা করা হয়। চার ধরনের কল রয়েছে যা পর্যালোচনা করা যেতে পারে: লাল বা হলুদ কার্ড প্রদানের ক্ষেত্রে ভুল পরিচয়, গোল এবং বিল্ডআপের সময় লঙ্ঘন হয়েছে কিনা, সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত এবং শাস্তির সিদ্ধান্ত হয়। বল বলটি ৬৮ থেকে ৭০ সেমি (২৭ এবং ২৮ ইঞ্চি) পরিধি সহ গোলাকার হতে হয়, ওজন ৪১০ থেকে ৪৫০ গ্রাম হতে হবে। অতীতে বলটি চামড়ার প্যানেল দিয়ে তৈরি করা হত, কিন্তু গেমের সব স্তরে এখন আধুনিক বল দিয়ে খেলা হয়। সময়কাল এবং টাই-ব্রেকিং পদ্ধতি 90 মিনিটের সাধারণ সময় একটি সাধারণ প্রাপ্তবয়স্ক ফুটবল ম্যাচের প্রতিটিতে ৪৫ মিনিটের দুই-অর্ধাংশ থাকে। প্রতিটি অর্ধেক একটানা চলে, যার মানে বল খেলার বাইরে থাকলে ঘড়ির কাঁটা বন্ধ হয় না। অর্ধেকগুলির মধ্যে সাধারণত ১৫ মিনিটের অর্ধ-সময় বিরতি থাকে। ম্যাচের সমাপ্তি পূর্ণকালীন হিসেবে পরিচিত। রেফারি হল ম্যাচের অফিসিয়াল টাইমকিপার, এবং বদলি, আহত খেলোয়াড়দের মনোযোগের প্রয়োজন বা অন্যান্য স্টপেজের মাধ্যমে হারিয়ে যাওয়া সময়ের জন্য আলাদা সময় দিতে পারে। এই যোগ করা সময়টিকে ফিফা নথিতে অতিরিক্ত সময় বলা হয়। তবে সাধারণত এটিকে স্টপেজ টাইম বা ইনজুরি টাইম হিসাবে উল্লেখ করা হয়, বিরতির সময়কাল রেফারির নিজস্ব বিবেচনার ভিত্তিতে। স্টপেজ টাইম সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ দেয় না যে সময়ে বল খেলার বাইরে থাকে এবং একটি ৯০-মিনিটের খেলায় সাধারণত প্রায় এক ঘন্টা "কার্যকর খেলার সময়" থাকে। রেফারি ম্যাচ শেষে বাঁশি দিয়ে ম্যাচ শেষের ইঙ্গিত দেন। ম্যাচগুলিতে যেখানে চতুর্থ কর্মকর্তা নিয়োগ করা হয়, অর্ধের শেষের দিকে, রেফারি সংকেত দেয় যে তারা কত মিনিট স্টপেজ টাইম যোগ করতে চায়। চতুর্থ কর্মকর্তা তারপরে এই নম্বরটি দেখানো একটি বোর্ড ধরে খেলোয়াড় এবং দর্শকদের জানান। সংকেত স্টপেজ সময় রেফারি দ্বারা আরও বাড়ানো যেতে পারে। ১৮৯১ সালে স্টোক এবং অ্যাস্টন ভিলার মধ্যে একটি ম্যাচ চলাকালীন একটি ঘটনার কারণে অতিরিক্ত সময় চালু করা হয়েছিল। ১-০ পিছিয়ে এবং মাত্র দুই মিনিট বাকি থাকতে স্টোককে পেনাল্টি দেওয়া হয়। ভিলার গোলরক্ষক বলটিকে মাটি থেকে বের করে দেন এবং বলটি পুনরুদ্ধার করার সময় 90 মিনিট অতিবাহিত হয় এবং খেলা শেষ হয়, এই সময় খেলার আইনে পরিবর্তন আসে। টাই-ব্রেকিং বেশিরভাগ ফুটবল প্রতিযোগিতায় একটি ম্যাচ ড্র হলে বিজয়ী নির্ধারণ করতে পেনাল্টি শুটআউট ব্যবহার করা হয়। লীগ প্রতিযোগিতায় খেলাগুলি ড্রতে শেষ হতে পারে। নকআউট প্রতিযোগিতায় যেখানে একজন বিজয়ীর প্রয়োজন হয় এই ধরনের অচলাবস্থা ভাঙার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে; কিছু প্রতিযোগিতা রিপ্লে আহ্বান করতে পারে। রেগুলেশন টাইম শেষে বাঁধা খেলা অতিরিক্ত সময়ে যেতে পারে, যার মধ্যে আরও দুটি ১৫-মিনিট সময় থাকে। অতিরিক্ত সময়ের পরেও যদি স্কোর সমান থাকে, তবে কোন দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে অগ্রসর হবে তা নির্ধারণ করতে কিছু প্রতিযোগিতায় পেনাল্টি শুটআউট ব্যবহারের অনুমতি দেয়। অতিরিক্ত সময়ের মধ্যে করা গোলগুলি খেলার চূড়ান্ত স্কোরের জন্য গণনা করা হয়, তবে পেনাল্টি মার্ক থেকে কিকগুলি শুধুমাত্র টুর্নামেন্টের পরবর্তী অংশে অগ্রসর হওয়া দলকে নির্ধারণ করতে ব্যবহৃত হয় (যেমন পেনাল্টি শ্যুটআউটে করা গোলগুলি খেলার চূড়ান্ত স্কোর এর অংশ নয়)। প্রতিটি দল একবার ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে, আরেকবার প্রতিপক্ষের মাঠে খেলে। দুই ম্যাচের সমষ্টিগত স্কোর দিয়ে সিদ্ধান্ত নেয় কোন দল এগিয়েছে। যেখানে সমষ্টি সমান, সেখানে বিজয়ী নির্ধারণের জন্য অ্যাওয়ে গোলের নিয়ম ব্যবহার করা হতে পারে, এই ক্ষেত্রে বিজয়ী সেই দলটি যেটি তারা ঘরের বাইরে খেলে সবচেয়ে বেশি গোল করেছে। ফলাফল এখনও সমান হলে, অতিরিক্ত সময় এবং সম্ভাব্য একটি পেনাল্টি শুটআউট প্রয়োজন হয়। বল খেলার মাঠে ও খেলার বাইরে কিক-অফের সাথে প্রতিটি খেলার সময়কালের শুরু থেকে খেলার সময়কাল শেষ হওয়া পর্যন্ত বলটি খেলার মাঠ ছেড়ে চলে যাওয়া বা রেফারি দ্বারা খেলা বন্ধ করা ব্যতীত সর্বদা বল খেলার মধ্যে থাকে। থ্রো-ইন: যখন বল টাচলাইন অতিক্রম করে; প্রতিপক্ষ দলকে পুরস্কৃত করা হয় বল থ্রো করতে দিয়ে। গোল কিক: যখন বলটি গোল না করে সম্পূর্ণভাবে গোল লাইন অতিক্রম করে এবং আক্রমণকারী দলের একজন খেলোয়াড় দ্বারা শেষবার স্পর্শ করা হয়; তখন গোলকিক ঘোষণা হয়। কর্নার কিক: যখন বলটি গোল না করে সম্পূর্ণভাবে গোল লাইন অতিক্রম করে এবং শেষবার ডিফেন্ডিং দলের একজন খেলোয়াড় দ্বারা স্পর্শ করা হয়; পরোক্ষ ফ্রি কিক: "অ-দণ্ডনীয়" ফাউল, নির্দিষ্ট কারিগরি লঙ্ঘন, বা নির্দিষ্ট ফাউল না ঘটিয়ে প্রতিপক্ষকে সতর্ক করার জন্য বা আউট করার জন্য খেলা বন্ধ করা হলে । ডাইরেক্ট ফ্রি কিক: নির্দিষ্ট তালিকাভুক্ত "পেনাল" ফাউলের পর ফাউল করা দলকে দেওয়া হয়। সরাসরি ফ্রি কিক থেকে একটি গোল করা যেতে পারে। পেনাল্টি কিক: ফাউলের পর ফাউল করা দলকে দেওয়া হয় যা সাধারণত সরাসরি ফ্রি কিক দ্বারা শাস্তিযোগ্য কিন্তু তা তাদের প্রতিপক্ষের পেনাল্টি এলাকায় ঘটেছে। ড্রপড-বল: যখন রেফারি অন্য কোনো কারণে খেলা বন্ধ করে দেন, যেমন একজন খেলোয়াড়ের গুরুতর আঘাত, বাইরের পক্ষের হস্তক্ষেপ। ফাউল খেলোয়াড়দের হলুদ কার্ড দিয়ে সতর্ক করা হয় এবং লাল কার্ড দিয়ে খেলা থেকে বরখাস্ত করা হয়। এই রঙগুলি প্রথম ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপে প্রবর্তিত হয়েছিল এবং তারপর থেকে ধারাবাহিকভাবে ব্যবহার হচ্ছে। একটি ফাউল ঘটে যখন একজন খেলোয়াড় বল খেলার সময় খেলার আইনে তালিকাভুক্ত একটি অপরাধ করে। যে অপরাধগুলি একটি ফাউল গঠন করে সেগুলি আইন ১২-এ তালিকাভুক্ত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে বল পরিচালনা করা, প্রতিপক্ষকে ট্রিপ করা বা প্রতিপক্ষকে ধাক্কা দেওয়া, "পেনাল ফাউল" এর উদাহরণ, যেখানে অপরাধটি ঘটেছে তার উপর নির্ভর করে সরাসরি ফ্রি কিক বা পেনাল্টি কিক দ্বারা শাস্তিযোগ্য। অন্যান্য ফাউল একটি পরোক্ষ ফ্রি কিক দ্বারা শাস্তিযোগ্য। রেফারি একজন খেলোয়াড় বা বিকল্পের অসদাচরণের জন্য সতর্কতা (হলুদ কার্ড) বা বরখাস্ত (লাল কার্ড) দ্বারা শাস্তি দিতে পারেন। একই খেলায় একটি দ্বিতীয় হলুদ কার্ড একটি লাল কার্ডের দিকে পরিচালিত করে, যার ফলে বরখাস্ত হয় খেলোয়াড়। একটি হলুদ কার্ড দেওয়া একজন খেলোয়াড়কে "বুক করা হয়েছে" বলা হয়, রেফারি তাদের অফিসিয়াল নোটবুকে প্লেয়ারের নাম লেখেন। যদি কোনো খেলোয়াড় আউট হয়ে যায়, তাহলে তাদের জায়গায় কোনো বিকল্প আনা যাবে না এবং খেলোয়াড় পরবর্তী খেলায় অংশগ্রহণ করতে পারবে না। অসদাচরণ যে কোনো সময়ে ঘটতে পারে, এবং যখন অসদাচরণ গঠন করে এমন অপরাধগুলি তালিকাভুক্ত করা হয়, বিশেষ করে খেলার চেতনা লঙ্ঘন করে এমন বেশিরভাগ ইভেন্টের সাথে মোকাবিলা করার জন্য "অ-ক্রীড়াহীন আচরণ" অপরাধ হিসেবে গন্য, এমনকি যদি সেগুলি নির্দিষ্ট অপরাধ হিসাবে তালিকাভুক্ত নাও হয়। একজন রেফারি একজন খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখাতে পারেন। অ-খেলোয়াড় যেমন ম্যানেজার এবং সাপোর্ট স্টাফদের হলুদ বা লাল কার্ড দেখানো যাবে না কিন্তু কারিগরি এলাকা থেকে বহিষ্কার করা হতে পারে যদি তারা নিজেদের দায়িত্বশীলভাবে আচরণ করতে ব্যর্থ হয়। খেলা বন্ধ করার পরিবর্তে, রেফারি খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন যদি তা করা দলের জন্য উপকারী হয় যার বিরুদ্ধে একটি অপরাধ সংঘটিত হয়েছে। রেফারি "কল ব্যাক" খেলতে পারেন এবং মূল অপরাধটিকে শাস্তি দিতে পারেন যদি "কয়েক সেকেন্ডের" মধ্যে প্রত্যাশিত সুবিধা না পাওয়া যায়। সমস্ত অন-পিচ বিষয়ে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। খেলার পরে ম্যাচের স্কোর পরিবর্তন করা যায় না, এমনকি যদি পরবর্তী প্রমাণগুলি দেখায় যে সিদ্ধান্তগুলি (অ্যাওয়ার্ড/গোলগুলির অ-পুরস্কার সহ) ভুল ছিল। মাঠের বাইরে খেলাধুলার সাধারণ প্রশাসনের পাশাপাশি, ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রতিযোগিতার সংগঠকরাও খেলার বিস্তৃত দিকগুলিতে ভাল আচরণ প্রয়োগ করে, প্রেসে মন্তব্য, ক্লাবের আর্থিক ব্যবস্থাপনা, ডোপিং, বয়স জালিয়াতি এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো সমস্যাগুলি মোকাবেলা করে। বেশিরভাগ প্রতিযোগিতাই খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক সাসপেনশন বলবৎ করে যারা একটি খেলায় বিদায় নেয়। মাঠের কিছু ঘটনা, যদি খুব গুরুতর বলে বিবেচিত হয় (যেমন জাতিগত নিপীড়নের অভিযোগ), সাধারণত লাল কার্ডের সাথে জড়িতদের তুলনায় ভারী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হতে পারে। এই ধরনের লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞাগুলি ব্যক্তিদের উপর বা সামগ্রিকভাবে ক্লাবগুলির উপর আরোপ করা যেতে পারে। শাস্তির মধ্যে জরিমানা, পয়েন্ট কাটা (লিগ প্রতিযোগিতায়) বা এমনকি প্রতিযোগিতা থেকে বহিষ্কার অন্তর্ভুক্ত থাকতে পারে। উদাহরণস্বরূপ, ইংলিশ ফুটবল লিগ আর্থিক প্রশাসনে প্রবেশকারী যেকোনো দল থেকে ১২ পয়েন্ট কেটে নেয়। ফুটবল সংস্থাসমূহ ফুটবলের স্বীকৃত আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা (যেমন ফুটবল, ফুটসাল এবং বিচ সকার) হল ফিফা। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ছয়টি আঞ্চলিক কনফেডারেশন ফিফার সাথে যুক্ত; এগুলো হল এশিয়া: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আফ্রিকা: আফ্রিকান ফুটবল কনফেডারেশন (CAF) ইউরোপ: ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (UEFA) উত্তর/মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান: কনফেডারেশন অফ নর্থ, সেন্ট্রাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল (কনকাকাফ) ওশেনিয়া: ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (OFC) দক্ষিণ আমেরিকা: Confederación Sudamericana de Fútbol (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন; CONMEBOL) আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পর্কিত নিয়ম, খেলার প্রকৃত আইন আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড দ্বারা সেট করা হয়, যেখানে ইউকে অ্যাসোসিয়েশনের প্রতিটির একটি করে ভোট রয়েছে, যেখানে ফিফার সম্মিলিতভাবে চারটি ভোট রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ ফুটবলের বৃহত্তম আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্ট। ফুটবলের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলি মূলত দুটি ধরণের নিয়ে গঠিত: প্রতিনিধি জাতীয় দল বা একাধিক দেশ এবং জাতীয় লীগে থাকা ক্লাবগুলির সাথে জড়িত প্রতিযোগিতাগুলি। আন্তর্জাতিক ফুটবল, যোগ্যতা ছাড়াই, প্রায়শই প্রাক্তনদের বোঝায়। আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার ক্ষেত্রে, এটি জড়িত ক্লাবগুলির উৎপত্তির দেশ, তাদের খেলোয়াড়দের জাতীয়তা নয়, যা প্রতিযোগিতাটিকে আন্তর্জাতিক প্রকৃতিতে উপস্থাপন করে। ফুটবলের প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতা হল ফিফা কর্তৃক আয়োজিত বিশ্বকাপ। এই প্রতিযোগিতাটি ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রায় ২০০টি জাতীয় দল ফাইনালে স্থানের জন্য মহাদেশীয় কনফেডারেশনের সুযোগের মধ্যে যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল টুর্নামেন্ট, যা প্রতি চার বছরে অনুষ্ঠিত হয়, এতে ৩২টি জাতীয় দল চার সপ্তাহের সময় ধরে প্রতিদ্বন্দ্বিতা করে। বিশ্বে এমনকি অলিম্পিক গেমসকেও ছাড়িয়ে গেছে এর জনপ্রিয়তা; ২০০৬ ফিফা বিশ্বকাপের সমস্ত ম্যাচের ক্রমবর্ধমান দর্শকের সংখ্যা ছিল ২৬ বিলিয়ন এবং আনুমানিক ৭১৫ মিলিয়ন লোক ফাইনাল ম্যাচটি দেখছে, যা গ্রহের সমগ্র জনসংখ্যার নবমাংশ। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, যারা রাশিয়ায় ২০১৮ সালের টুর্নামেন্টে তাদের দ্বিতীয় শিরোপা জিতেছে। ফিফা মহিলা বিশ্বকাপ ১৯৯১ সাল থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে। টুর্নামেন্টের বর্তমান বিন্যাসের অধীনে, জাতীয় দলগুলি তিন বছরের যোগ্যতা পর্বে ২৩টি স্লটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। (আয়োজক দেশের দল স্বয়ংক্রিয়ভাবে ২৪ তম স্লটে প্রবেশ করে।) ১৯০০ সাল থেকে প্রতি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছে, বিশ্বকাপ শুরুর আগে অলিম্পিক (বিশেষ করে ১৯২০-এর দশকে) ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট। মূলত, টুর্নামেন্টটি শুধুমাত্র অপেশাদারদের জন্য ছিল। পেশাদারিত্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বকাপ এবং অলিম্পিকের মধ্যে মানের ব্যবধান আরও প্রসারিত হয়েছে। যে দেশগুলি সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল সেগুলি হল পূর্ব ইউরোপের সোভিয়েত ব্লকের দেশগুলি, যেখানে শীর্ষ ক্রীড়াবিদরা অপেশাদার হিসাবে তাদের মর্যাদা বজায় রেখেছে। বিশ্বকাপের পরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হল মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, যা প্রতিটি মহাদেশীয় কনফেডারেশন দ্বারা সংগঠিত হয় এবং জাতীয় দলের মধ্যে প্রতিযোগিতা হয়। এগুলো হল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (UEFA), কোপা আমেরিকা (CONMEBOL), আফ্রিকান কাপ অফ নেশনস (CAF), এশিয়ান কাপ (AFC), কনকাকাফ গোল্ড কাপ (CONCACAF) এবং OFC নেশনস কাপ (OFC)। ফিফা কনফেডারেশন কাপ ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের বিজয়ী, বর্তমান ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং পরবর্তী বিশ্বকাপ আয়োজনকারী দেশ দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এটিকে সাধারণত আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হতো এবং এটি বিশ্বকাপের মতোই মর্যাদা বহন করে। ২০১৭ সালের পর টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলি হল সংশ্লিষ্ট মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, যেগুলি সাধারণত জাতীয় চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা হয়, উদাহরণস্বরূপ ইউরোপের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তোডোরেস। প্রতিটি মহাদেশীয় প্রতিযোগিতার বিজয়ীরা ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয়। ঘরোয়া প্রতিযোগিতা একটি ঘরোয়া মৌসুম লিগ সিস্টেমে পরিচালিত হয়, এগুলো সাধারণত কয়েকটি বিভাগ নিয়ে গঠিত হয় যেখানে দলগুলির ফলাফলের উপর নির্ভর করে পুরো মৌসুমে পয়েন্ট অর্জন করে। দলগুলিকে টেবিলের মধ্যে স্থাপন করা হয়, তাদের অর্জিত পয়েন্ট অনুসারে ক্রমানুসারে স্থাপন করা হয়। সাধারণত, প্রতিটি দল রাউন্ড-রবিন টুর্নামেন্টে প্রতিটি মওসুমে হোম এবং অ্যাওয়েতে তার লিগে অন্য দলের সাথে খেলে। এক মৌসুম শেষে শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শীর্ষ কয়েকটি দল একটি উচ্চ বিভাগে উন্নীত হতে পারে, এবং এক বা একাধিক দল নীচে সমাপ্ত একটি নিম্ন বিভাগে relegated হয়.
নেইমারের আন্তর্জাতিক গোলের তালিকা
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র (পর্তুগিজ উচ্চারণ: [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tuj ˈʒũɲoʁ]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২), সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। তিনি ১১৫ ম্যাচে 75 গোল করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
২০১৪ ফিফা বিশ্বকাপ ছিল ফিফা বিশ্বকাপের ২০তম আসর। এটি একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে ২০১৪ সালের ১৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১৯৫০ সালের বিশ্বকাপের পর এটি হচ্ছে ব্রাজিলের আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। সেই সাথে মেক্সিকো, ইতালি, ফ্রান্স এবং জার্মানির পর ব্রাজিল হচ্ছে পঞ্চম দেশ যারা প্রত্যেকে দুইবার করে বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়াও ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পর এটি হবে আমেরিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ। সেই সাথে ১৯৭৮ সালে আর্জেন্টিনায় আয়োজিত বিশ্বকাপের পর দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপেই ব্রাজিল প্রতি আট বছর পর পর ইউরোপে বিশ্বকাপ আয়োজনের প্রচলিত ঐতিহ্য ভঙ্গ করেছে।
ধর্ম (বাংলা উচ্চারণ: [dʱɔɾmo] ধর্মো) হলো নির্দিষ্ট আচরণ ও অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদৃষ্টিভঙ্গি, গ্রন্থ, পবিত্র স্থান, ভবিষ্যদ্বাণী, ধর্মে নীতিশাস্ত্র বা সংস্থার একটি সামাজিক-সাংস্কৃতিক ব্যবস্থা, যা মানবতাকে অতিপ্রাকৃত, অতীন্দ্রিয় এবং আধ্যাত্মিকতা উপাদানগুলোর সাথে সম্পর্কিত করে; কিন্তু, কোনো অবিকল একটি ধর্ম গঠন করে তা নিয়ে কোনো পণ্ডিতের ঐকমত্য নেই।বিভিন্ন ধর্মে ঐশ্বরিক, পবিত্র জিনিস, বিশ্বাস, একটি অতিপ্রাকৃত সত্ত্বা বা অতিপ্রাকৃত প্রাণী "এক ধরণের উল্লসিত তাড়না এবং অতিক্রম যা বাকি জীবনের জন্য নিয়ম ও ক্ষমতা সরবরাহ করে" থেকে শুরু করে বিভিন্ন উপাদান থাকতে পারে বা নাও থাকতে পারে। ধর্মীয় রীতিনীতির মধ্যে আচার, উপদেশ, স্মরণসভা বা সঙ্গীত (দেবতা ও/অথবা সাধুদের), উৎসর্গ (উপাসনা), উৎসব, ভোজ, বিবাহপরিষেবা, ধ্যান, প্রার্থনা, সঙ্গীত, শিল্প, নৃত্য, জনসেবা বা মানব সংস্কৃতির অন্যান্য দিক অন্তর্ভুক্ত থাকতে পারে। ধর্মগুলির পবিত্র ইতিহাস এবং আখ্যান রয়েছে, যা পবিত্র শাস্ত্র এবং প্রতীক এবং পবিত্র স্থানগুলিতে সংরক্ষিত থাকতে পারে, যার লক্ষ্য বেশিরভাগই জীবনকে অর্থ প্রদান করা। ধর্মগুলিতে সাংকেতিক গল্প থাকতে পারে, যা কখনও কখনও অনুসারীরা সত্য বলে মনে হয়, যা জীবন, মহাবিশ্ব এবং অন্যান্য ঘটনার উৎপত্তি ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে। ঐতিহ্যগতভাবে, আধ্যাত্মিক বিশ্বাস, যুক্তি ছাড়াও, ধর্মীয় বিশ্বাসের উৎস হিসাবে বিবেচিত হয়েছে।বিশ্বব্যাপী আনুমানিক ১০,০০০ স্বতন্ত্র ধর্ম রয়েছে। বিশ্বের জনসংখ্যার প্রায় ৮৪℅ খ্রীষ্টধর্ম, ইসলাম, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম বা লোকধর্মের, কোনো না কোনো ধরনের সাথে যুক্ত। ধর্মীয়ভাবে অসম্পৃক্ত জনসংখ্যার মধ্যে রয়েছে যারা কোনো নির্দিষ্ট ধর্ম, নাস্তিক এবং অজ্ঞেয়বাদীদের সাথে সনাক্ত করে না। যদিও ধর্মীয়ভাবে অসম্পৃক্তরা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে, কিন্তু ধর্মীয়ভাবে অসম্পৃক্তদের অনেকেরই এখনও বিভিন্ন ধর্মীয় বিশ্বাস রয়েছে।ধর্মীয় অধ্যয়ন ধর্মতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং সামাজিক বৈজ্ঞানিক অধ্যয়নসহ বিভিন্ন গ্রন্থগত শাখা নিয়ে গঠিত। ধর্মের তত্ত্বগুলো ধর্মের উৎপত্তি এবং কাজের জন্য বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে, যার মধ্যে ধর্মীয় সত্ত্বা এবং বিশ্বাসের তত্ত্ববিদ্যার ভিত্তিও রয়েছে।
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তথা সরকারি ভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকার সরকারি ভাষা। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান কথ্য ভাষা বাংলা। এছাড়া ভারতের ঝাড়খণ্ড, বিহার, মেঘালয়, মিজোরাম, উড়িষ্যা রাজ্যগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগণ রয়েছে। ভারতে হিন্দির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। এছাড়াও মধ্য প্রাচ্য, আমেরিকা ও ইউরোপে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী অভিবাসী রয়েছে। সারা বিশ্বে সব মিলিয়ে ২৬ কোটির অধিক লোক দৈনন্দিন জীবনে বাংলা ব্যবহার করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত ও স্তোত্র বাংলাতে রচিত।
বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা
পলিটেকনিক ইনস্টিটিউট হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োগ ঘটে। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষাক্রমগুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল)। বোর্ডের অধীনে চার বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়।
দিয়েগো আর্মান্দো মারাদোনা (স্পেনীয়: Diego Maradona, স্পেনীয় উচ্চারণ: [ˈdjeɣo maɾaˈðona]; ৩০ অক্টোবর ১৯৬০ – ২৫ নভেম্বর ২০২০; দিয়েগো মারাদোনা নামে সুপরিচিত) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো (সোনালী বালক) ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমনভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। মারাদোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং গণমাধ্যমে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯১ সালে ইতালিতে মাদক পরীক্ষায় কোকেইনের জন্য ধরা পড়ায় তাকে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। ১৯৯৪ ফিফা বিশ্বকাপে ইফিড্রিন পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ২০০৫ সালে তিনি তার কোকেইন নেশা ত্যাগ করেন। তার কড়া রীতির জন্য সাংবাদিক-ক্রীড়া বিশেষজ্ঞ এবং তার মধ্যে বেশ কিছু সময় মতভেদের সৃষ্টি হয়েছে।
জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।
মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ডসমূহকে বুঝায়। পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে। মহাদেশসমূহ হল এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা।দ্বীপসমূহকে পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে ধরা হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহকে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত করে নতুন ভূ-রাজনৈতিক অঞ্চল ওশেনিয়া সৃষ্টি করা হয়েছে।
মোহনদাস করমচাঁদ গান্ধী (গুজরাটি: મોહનદાસ કરમચંદ ગાંધી উচ্চারণ ; মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২রা অক্টোবর ১৮৬৯ – ৩০শে জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা।
পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়।পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২০ মিটার (৩৯০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু।সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়; ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন; ২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।
বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২
বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় বন্যা থাকায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল। তবে উক্ত আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে ১৫ জুন ২০২২ তারিখটি ব্যবহৃত হয়। দশ বছর পর পর আদমশুমারি হওয়ার ধারাবাহিকতায় ২০১১ সালের পর ২০২১ সালে এই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী, সিলেটে বন্যা এবং সরঞ্জামের অভাবের কারণে সৃষ্ট জটিলতার ফলে এই আদমশুমারি বিলম্বিত হয়।
২০১৮ ফিফা বিশ্বকাপ নকআউট পর্ব হচ্ছে গ্রুপ পর্বের পর বিশ্বকাপের দ্বিতীয় এবং সর্বশেষ পর্ব। এই পর্যায়ের খেলাগুলি ৩০ জুন থেকে ১৬ দলের পর্ব হিসেবে শুরু হবে এবং ১৫ জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে যা মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ হতে ২টি দল (সর্বমোট ১৬) নকআউট পর্বে উত্তীর্ণ হবে এবং একক-বিদায় প্রতিযোগিতার মাধ্যমে টুর্নামেন্টটি সম্পন্ন হবে। সেমি-ফাইনালের দুইটি উপবিজয়ী দল নিয়ে একটি তৃতীয় স্থান নির্ধারণী খেলাও অনুষ্ঠিত হবে।খেলার সময়সূচী স্থানীয় সময় অনুযায়ী দেয়া হয়েছে।
বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও, বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে; অন্যদিকে, এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তানের ছিল দুইটি অংশ: পূর্ব বাংলা (১৯৫৫ সালে পুনর্নামাঙ্কিত পূর্ব পাকিস্তান) ও পশ্চিম পাকিস্তান। প্রায় দুই হাজার কিলোমিটারের (প্রায় ১২৪৩ মাইল) অধিক দূরত্বের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুটি অংশের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেকগুলো মৌলিক পার্থক্য বিরাজমান ছিল। ১৯৪৮ সালে পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলাকে ইসলামীকরণ তথা আরবিকরণের অংশ হিসেবে ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, পাশাপাশি বিকল্প হিসেবে আরবি হরফে বাংলা লিখন অথবা সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা আরবি করারও প্রস্তাব দেওয়া হয়। আবার, সমগ্র পাকিস্তানের সকল ভাষা লাতিন হরফে লেখার মাধ্যমে বাংলার রোমানীকরণের প্রস্তাবও করা হয়। এসকল ঘটনার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কার্যত পূর্ব বাংলার বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলাভাষার সম-মর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, এম. এ.
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد; মোহাম্মদ এবং মুহম্মদ নামেও পরিচিত) ছিলেন একজন আরবের ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। ইসলামি মতবাদ অনুসারে, তিনি হলেন ঐশ্বরিকভাবে প্রেরিত ইসলামের সর্বশেষ নবী (আরবি: النبي; আন-নাবিয়্যু) তথা ‘বার্তাবাহক’ ও রাসুল (আরবি: الرسول; আল-রাসুল), যার উপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন অবতীর্ণ হয়। আদম, ইব্রাহিম, মূসা, ঈসা (যিশু) এবং অন্যান্য নবিদের মতোই মুহাম্মদ একেশ্বরবাদী শিক্ষা প্রচার করার জন্য প্রেরিত। অমুসলিমদের মতে, তিনি ইসলামি জীবনব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে, মুহাম্মাদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল ছিলেন, তেমনই রাজনৈতিক জীবনেও। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য; বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সাফল্য। কুরআনের পাশাপাশি তার শিক্ষা এবং অনুশীলনগুলো ইসলামি ধর্মীয় বিশ্বাসের ভিত্তি স্থাপন করে।
বাংলাদেশ আওয়ামী লীগ (বাংলা: বাংলাদেশ গণসংঘ) বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম "আওয়ামী লীগ" করা হয়।
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে, "সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়।" সামাজিকীকরণ প্রক্রিয়া একটি জীবনব্যাপী এবং বহুমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ পুরোপুরি সামাজিক মানুষ হিসেবে পরিণত হয়।সামাজিকীকরণ ছাড়া ব্যক্তি তাঁর ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল ফিফা দ্বারা আয়োজিত চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২২তম আসর ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি ২০২২ সালের ১৮ই ডিসেম্বর তারিখে লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে আর্জেন্টিনা ও ২য় সেমি-ফাইনালের বিজয়ী দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য (প্রথম-উত্তর প্রদেশ, দ্বিতীয়- মহারাষ্ট্র, তৃতীয়-বিহার )। এই রাজ্যের আয়তন ৮৮৭৫২ বর্গ কি.
কলকাতা বা কোলকাতা ([kolkata] (শুনুন)) হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা ৩য় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১৪,১১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক (আনুমানিক)$২৬৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী (ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী)। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নতুন দিল্লির ঠিক পর ৩য় বৃহৎ অর্থনীতির শহর। এছাড়াও কলকাতা শহর,, মুম্বাই এবং নতুন দিল্লীর পর দক্ষিণ এশিয়ার ৩য় ধনী শহর|সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। ১৭শ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। ১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করে। এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত বাণিজ্যকুঠি গড়ে তোলে। ১৭৫৬ সালে নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন। কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয়। এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং ১৭৯৩ সালে ‘নিজামৎ’ বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে। কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনকালের প্রথমার্ধ্বে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ-অধিকৃত অঞ্চলগুলির রাজধানী। ১৯শ শতাব্দীর শেষ ভাগ থেকেই কলকাতা ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। ১৯১১ সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র শাসনে ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নতুন দিল্লিতে। স্বাধীনতার পর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষাব্যবস্থা, বিজ্ঞানচর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র। কিন্তু স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে কলকাতা এক অর্থনৈতিক স্থবিরতার সম্মুখীন হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2010 FIFA World Cup) হচ্ছে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ঊনিশতম আসর। ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্বের প্রধান ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০১০ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। বিশ্বকাপের এই আসরটির আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালের আগস্ট মাস থেকে এই বিশ্বকাপের জন্য যোগ্য ৩২টি দল নির্বাচনের লক্ষ্যে ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারশনগুলোতে বাছাইপর্ব শুরু হয়। এই বাছাইপর্বে ফিফার মোট ২০৮টি সদস্য দেশের জাতীয় পুরুষ ফুটবল দলের মধ্যে ২০৪টি দল অংশ নেয়। জার্মানিতে ২০০৬ সালের ফিফা বিশ্বকাপের শিরোপাধারী ইতালি এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবেই শুরু করে। এই বিশ্বকাপের সর্বশেষ ড্র অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ৪ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে।
ফেসবুক (ইংরেজি: Facebook) অথবা ফেইসবুক (সংক্ষেপে ফেবু নামেও পরিচিত), হল মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।
লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel eskaˈloni] ; জন্ম ১৬ মে ১৯৭৮) হচ্ছেন একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবল কোচ ও প্রাক্তন খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দ্বায়িত্ব পালন করছেন। খেলোয়াড়ী জীবনে তিনি মাঠের বিস্তৃত পরিসরের রাইট ব্যাক বা ডানপ্রান্তের মিডফিল্ডার হিসাবে খেলতেন।
মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়।
স্বামী বিবেকানন্দ (বাংলা: [ʃami bibekanɒnɖo] (শুনুন), Shāmi Bibekānondo; ১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত, বাংলা: [nɔrend̪ro nat̪ʰ d̪ɔt̪t̪o]), ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভাই ও বোনেরা ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তার রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
হুলিয়ান আলভারেস (স্পেনীয়: Julián Álvarez; জন্ম: ৩১ জানুয়ারি ২০০০) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
গণতন্ত্র বলতে কোনও জাতিরাষ্ট্রের (অথবা কোনও সংগঠনের) এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে। ইংরেজি 'Democracy' শব্দটি গ্রিক শব্দ Demo Kratia থেকে উদ্ভূত হয়েছে যা গ্রিক শব্দ 'Demos' এবং 'Kratia' শব্দ দুটির সমন্বয়ে সৃষ্ট। 'Demos'শব্দের অর্থ হল 'জনগন' এবং 'Kratia'শব্দের অর্থ হল 'শাসন'। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরীর ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সু্যোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। "গণতন্ত্র" পরিভাষাটি সাধারণভাবে একটি রাজনৈতিক রাষ্ট্রের ক্ষেত্রেই প্রয়োগ করা হলেও অন্যান্য সংস্থা বা সংগঠনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে, যেমন বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন, রাষ্ট্র-মালিকানাধীন প্রতিষ্ঠান ইত্যাদি।
মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
লিওনেল মেসির আন্তর্জাতিক গোলের তালিকা
লিওনেল মেসি হচ্ছেন আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার, যিনি ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে একজন ফরোয়ার্ড হিসেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছেন। এখন পর্যন্ত মেসি ১৭০টি আন্তর্জাতিক খেলায় ৯৬টি গোল করেছেন। এর ফলে তিনি নিজ দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন। ২০১৬ সালের ২১ জুনে কোপা আমেরিকা সেন্টেনারিওর সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রি কিকে গোল লাভের মাধ্যমে তিনি গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। এছাড়াও পুরুষ ফুটবলে দক্ষিণ আমেরিকার (কনমেবল) খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলেই আছে। ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে তিনি পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। ২০০৫ সালের ১৭ই আগস্টে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়। পরের বছরের ১ মার্চে আর্জেন্টিনার হয়ে তার ষষ্ঠ খেলায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন।২০০৬ সালের ১৬ জুনে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে সার্বিয়া-মন্টিনিগ্রোর বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোলটির মাধ্যমে মেসি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতায় পরিণত হন। আন্তর্জাতিক ফুটবলে তিনি মোট আটটি হ্যাটট্রিক করার পাশাপাশি আরও দশবার জোড়া গোল (ব্রেস) করেছেন। ২০২২ সালের জুনে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক ম্যাচে পাঁচ গোল করেন। সকল আন্তর্জাতিক প্রতিপক্ষের মধ্যে, মেসি বলিভিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন। এই দলের বিরুদ্ধে তার মোট গোলসংখ্যা ৮।ফিফা বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ১১টি গোল করেছেন। এগুলোর মধ্যে ২০০৬ বিশ্বকাপে ১টি, ২০১৪ বিশ্বকাপে ৪টি, ২০১৮ বিশ্বকাপে ১টি এবং চলমান ২০২২ বিশ্বকাপে ৫টি গোল করেন। ২০১০ বিশ্বকাপে তিনি কোনও গোল না করলেও গোলে সহায়তা করেছিলেন। ২০১৪ বিশ্বকাপে তার ৪ গোলে ভর করে আর্জেন্টিনা ফাইনাল খেলে। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে পরাজিত হয়ে সেবার তার দল রানার্স আপ হয়। তবে মেসি সেবার সেরা খেলোয়াড়ের পুরস্কার তথা গোল্ডেন বল জয় করেন। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে তিনি গাব্রিয়েল বাতিস্তুতার সমান এবং সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়।
ইসলাম ধর্মাবলম্বীরা আর্জেন্টিনায় অন্যতম বড় সংখ্যালঘু সম্প্রদায়। দেশটিতে ধর্ম বিষয়ক কোন পরিসংখ্যান রাখা না হলেও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা চার থেকে পাঁচ লাখের মাঝামাঝি, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১%। ২০১০ সালে পিউ রিসার্চ সেন্টার জানিয়েছিল যে, দেশটিতে প্রায় দশ লাখ মুসলিম বাস করে। অপরদিকে অ্যাসোসিয়েশন অব রিলিজিয়ন ডাটা আর্কাইভের মতে, দেশটির প্রায় ১.৯% মানুষ মুসলিম।
ফ্রান্স (ফরাসি: France [fʁɑ̃s] ফ্রঁস্), যার সরকারি নাম ফরাসি প্রজাতন্ত্র (République Française [ʁepyblik fʁɑ̃sɛz] রেপ্যুব্লিক্ ফ্রঁসেজ়্), ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে; বিশ্বের প্রায় সর্বত্র এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বতমালা ও পিরিনীয় পর্বতমালা-বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।
মার্কিন যুক্তরাষ্ট্র (ইংরেজি: United States of America; উচ্চারণ: ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা) উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি টেরিটোরি এবং কিছু মাইনর আউটলেয়িং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি "আমেরিকা" নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত; এই অঞ্চলের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত; আলাস্কার পূর্ব সীমান্তে কানাডা ও পশ্চিমে বেরিং প্রণালী পেরিয়ে রাশিয়া অবস্থিত। হাওয়াই অঙ্গরাজ্যটি মধ্য-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়াও ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে পাঁচটি টেরিটরি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন।
এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত। আনুমানিক ৪৩০ কোটি মানুষ নিয়ে এশিয়াতে বিশ্বের ৬০%-এরও বেশি মানুষ বসবাস করেন। অধিকাংশ বিশ্বের মত, আধুনিক যুগে এশিয়ার বৃদ্ধির হার উচ্চ। উদাহরণস্বরূপ, বিংশ শতাব্দীর সময়, এশিয়ার জনসংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে, বিশ্ব জনসংখ্যার মত।এশিয়ার সীমানা সাংস্কৃতিকভাবে নির্ধারিত হয়, যেহেতু ইউরোপের সাথে এর কোনো স্পষ্ট ভৌগোলিক বিচ্ছিন্নতা নেই, যা এক অবিচ্ছিন্ন ভূখণ্ডের গঠন যাকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়। এশিয়ার সবচেয়ে সাধারণভাবে স্বীকৃত সীমানা হলো সুয়েজ খাল, ইউরাল নদী, এবং ইউরাল পর্বতমালার পূর্বে, এবং ককেশাস পর্বতমালা এবং কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের দক্ষিণে। এটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত। ইউরাল পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন। এছাড়া লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে এবং উত্তর-পূর্বে অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী একে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। উল্লেখ্য, বেরিং প্রণালীর একদিকে অবস্থান করছে এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার উলেনা এবং অপর পাশে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। এই প্রণালীটির সংকীর্ণতম অংশটি মাত্র ৮২ কি•মি• চওড়া, অর্থাৎ বেরিং প্রণালীর এই অংশ হতে উত্তর আমেরিকা মহাদেশের দূরত্ব মাত্র ৮২ কি•মি•।
তাজমহল (হিন্দি: ताज महल, উর্দু: تاج محل) ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিষ্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিষ্টাব্দে। তাজমহলকে (কখনও শুধু তাজ নামে ডাকা হয়) মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গোম্বুজাকৃতি রাজকীয় সমাধিটিই বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্বঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল 'বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম।'